banglanewspaper

রাশিয়া থেকেই এবার চুরি হয়ে গেল পদক। রবিবারেই মহারণে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফ্রান্স ট্রফি জয় নিশ্চিত করে। তারপরেই তুমুল বৃষ্টির মধ্যে চলে উচ্ছ্বাস, বিশ্বজয়ের সেলিব্রেশন! তারপরেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই নাকি চুরি হয়ে গেল ‘পদক’। কীভাবে? বিশ্বকাপের ফাইনালের পরে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতেই দেখা গিয়েছে, ফ্রান্সের ফুটবলার, কোচ এবং সাপোর্ট স্টাফদের মেডেল দেওয়ার সময়েই এক ভদ্রমহিলা একটি পদক নিজের পকেটে ঢুকিয়ে রাখেন। এটা কী ইচ্ছাকৃত ‘চুরি’ নাকি বৃষ্টির হাত থেকে সেই পদকের ক্ষয় বাঁচাতেই এমনটা করলেন সেই মহিলা, তা নিয়েই সংশয় বেড়েছে।

পুরস্কার বিতরণী মঞ্চে ছিল তারার মেলা। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রন, ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কলিন্দা গ্রাবার-কিতারোভিচ, রুশ প্রেসিডেন্ট পুতিন সহ আরও অনেকে। সেখানে ফ্রান্সের বিশ্বকাপ জয়ের নায়কদের মঞ্চে ডেকে সোনার মেডেল পরিয়ে দেওয়া হচ্ছিল। গ্রিঁজম্যানের পরেই ছিলেন দিদিয়ের দেশঁ। গ্রিঁজম্যানকে সোনার মেডেল পরিয়ে দেওয়ার পরেই ঘটে সেই ঘটনা।

সেই মহিলার পরিচয় নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা! ফিফার কোনও প্রতিনিধি নাকি অন্য কেউ, তাও জানা যায়নি।

ট্যাগ: bdnewshour24 বিশ্বকাপ