banglanewspaper

মো. শুভ আনোয়ার, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষকদের জন্য নতুন এসি বাস ও মাইক্রোবাস কেনার সিদ্ধান্তের তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদ।

বুধবার ১৮ জুলাই সকাল ১০টায় লিখিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি নজীর আমিন জয় ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক বলেন, "জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বরাদ্দকৃত বাসের সংখ্যা অপ্রতুল হওয়া সত্ত্বেও শিক্ষার্থীদের কথা বিবেচনা না করে শিক্ষকদের পরিবহনের জন্য নতুন ২টি এসি বাস ও ২টি মাইক্রোবাস ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ মনে করে শিক্ষার্থীদের পরিবহনের জন্য বাসের সংকট থাকার পরেও ২০১৭-১৮ ভর্তি পরীক্ষার ফরম বিক্রির টাকা দিয়ে শিক্ষার্থীদের জন্য বাস ক্রয় না করে শিক্ষকদের জন্য এসি বাস ক্রয়ের সিদ্ধান্ত অবিবেচক এবং শিক্ষক বান্ধব চরিত্রেই বহিঃপ্রকাশ।"

এছাড়াও সংবাদ বিজ্ঞপ্তিতে তারা শিক্ষার্থীদের পরিবহন সংকট নিরসনেরও দাবি জানান।

ট্যাগ: Banglanewspaper জাবি