banglanewspaper

নাটোর প্রতিনিধি: “স্বয়ং সম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষ্যে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও নাটোরের জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির সভাপতি মোঃ গোলাম রাব্বী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোরের জেলা মৎস্য কর্মকর্তা অলক কুমার সাহা। সভায় জানানো হয়, আগামী এক সপ্তহ ধরে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা অনুষ্ঠান, মৎস্য মেলার আয়োজন, স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মৎস্য চাষ বিষয়ক আলোচনা-বির্তক প্রতিযোগিতা ও প্রামান্য চিত্র প্রদর্শন এবং হাট-বাজারসহ বিভিন্ন জনবহুল এলাকায় মৎস্য চাষে উদ্বুর্দ্ধকরণ সভা এবং ভিডিও প্রদর্শনের আয়োজন করা হবে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে জেলার সব উপজেলাতে একই ধরণের কর্মসূচি বাস্তবায়ন করা হয়।  
 

ট্যাগ: Banglanewspaper জাতীয় মৎস্য সপ্তাহ