banglanewspaper

এক যুবক ও যুবতী বসে রয়েছেন পিছন ফিরে। পিছন থেকেই যুবকের মাথায় আটকানো রয়েছে রজনীকান্তের পোস্টার। জনপ্রিয় হলিউড ফিল্ম 'ফল্ট ইন আওয়ার স্টারস'-এর হিন্দি রিমেক 'কিজি অওর মান্নি' ছবির পোস্টার টা খানিকটা এমনই। সম্প্রতি, প্রকাশ্যে এসেছে এই ছবির পোস্টার।

সেই পোস্টার নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। কিন্তু কেন? হঠাৎ তিনি কেন এই ছবির পোস্টারটা শেয়ার করতে গেলেন?

 রহস্যটা কী জানেন?

আসলে পরিচালক মুকেশ ছাবরার এই বিগ বাজের বলিউড ছবিতে এবার দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। পরিচালক  দিবাকর বন্দোপাধ্যায়ের 'ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী'তে অভিনয় করার পর এটা স্বস্তিকার দ্বিতীয় হিন্দি ছবি।

মাঝে অবশ্য 'আরোন' নামে একটা মারাঠি ছবিতেও কাজ করেছেন স্বস্তিকা। সে যাই হোক,  'কিজি অওর মান্নি'র মুখ্য চরিত্রে অভিনয় করছেন সুশান্ত সিং রাজপুত ও 'ফুকরে' খ্যাত সঞ্জনা সঙ্ঘী-কে। ছবিতে সেই সঞ্জনার মায়ের চরিত্রেই অভিনয় করবেন স্বস্তিকা। জানা যাচ্ছে, আর স্বস্তিকার এই চরিত্রটি নাকি এক বাঙালি মহিলার চরিত্র।

ট্যাগ: banglanewspaper স্বস্তিকা