banglanewspaper

শাফিউল কায়েস, গোপালগঞ্জ প্রতিনিধিঃ কোটালীপাড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মো: কামাল হোসেন শেখ কোটালীপাড়া পাবলিক ইনষ্টিটিউশন (মডেল) এর ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যদের প্রথম সভায় কামাল হোসেন শেখকে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়। কামাল হোসেন শেখ দীর্ঘদিন ধরে কোটালীপাড়া উপজেলার শিক্ষার মান উন্নয়নসহ নানা সেবামূলক কাজ করে আসছেন।

এর আগে গত বুধবার বিদ্যালয়টির সাধারণ অভিভাবক সদস্য নির্বাচনে আব্দুল আজিজ মিয়া, মো: মোস্তফা কামাল, এম আবুল মনসুর মুন্সী, আমিনুল ইসলাম ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হিসেবে মোসা: রেখা পারভীন নির্বাচিত হন।

ট্যাগ: Banglanewspaper কোটালীপাড়া পাবলিক ইনষ্টিটিউশন পৌর মেয়র কামাল