banglanewspaper

ডেস্ক রিপোর্ট: ঘটনা নতুন নয় হয়ত৷ কিন্তু প্রতিবারই নজর কাড়ে৷ এবার ঘটনাস্থল মুম্বই৷ থানের এক অটো চালক কোনও ক্রমে দিন গুজরান করেন৷ কিন্তু তাঁর অর্থকষ্ট যে কোনওভাবেই তাঁর বিবেককে কলুষিত করেনি, তার প্রমাণ রাখলেন নিজেই৷

অটো চালকের নাম বিপিনভাই প্যাটেল৷ বৃহস্পতিবার নিজের অটোতে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন৷ সন্দেহ হওয়াতে ব্যাগটি খুলেই চোখ ছানাবড়া তাঁর৷ ব্যাগের মধ্যে রয়েছে কয়েক লক্ষ টাকার গয়না৷ প্রায় পাঁচ লক্ষ টাকার গয়না ব্যাগের মধ্যে ছিল৷

সঙ্গে সঙ্গে থানে রুরাল পুলিশের কাশিমিরা এলাকার স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করেন তিনি৷ পুলিশকে জানান তাঁর অটোতে এক দম্পতি উঠেছিলেন৷ তাঁদেরই ব্যাগ এটি৷ পুলিশ বিপিনভাইয়ের কথা অনুযায়ী খুঁজতে শুরু করে ওই দম্পতিকে৷ অবশেষে খুঁজে পাওয়া যায় ওই দম্পতিকে৷
 
জুলফিকার লাকদাওয়ালা ও রচনা লাকদাওয়ালা নামে দুই লন্ডন নিবাসী আইনজীবী দম্পতি সম্প্রতি ভারতে আসেন৷ তাঁরাই ওই ব্যাগ ফেলে গিয়েছিলেন অটোতে৷

পুলিশ তাদের হাতে ব্যাগটি তুলে দেয়৷ অটো চালককে কি বলে তাঁরা ধন্যবাদ দেবেন, সেই ভাষা পাচ্ছিলেন না দম্পতি৷ তবে এইসব মানুষের জন্য এখনও যে মানবিকতা বেঁচে রয়েছে তা প্রমাণ করে দিলেন এই গরীব অটো চালক৷

ট্যাগ: Banglanewspaper অটোচালক