banglanewspaper

সরকারের টানা দুই মেয়াদে ৩৪ লাখ ৩২ হাজার ৬৫৮ জন কর্মী বিশ্বের বিভিন্ন দেশে গমন করেছে বলে সংসদে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে বৃহস্পতিবার প্রশ্নোত্তরকালে তরিকত ফেডারেশনের লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য এম এ আউয়ালের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

মন্ত্রীর  দেওয়া তথ্যানুযায়ী ২০০৯ সালে ৪ লাখ ৭৫ হাজার ২৭৮ জন কর্মী বিদেশে গেছে। ২০১০ সালে ৩ লাখ ৯০ হাজার ৭০২ জন, ২০১১ সালে ৫ লাখ ৬৮ হাজার ৬২ জন, ২০১২ সালে ৬ লাখ ৭ হাজার ৭৯৮ জন, ২০১৩ সালে ৪ লাখ ৯ হাজার ২৫৩ জন, ২০১৪ সালে ৪ লাখ ২৫ হাজার ৬৮৪ জন এবং ২০১৫ সালে ৫ লাখ ৫৫ হাজার ৮৮১ জন বিদেশে গেছেন।

ট্যাগ: