banglanewspaper

শেখ রাকিবুল হাসান রবিন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নীলফামারী জেলার ছাত্রদের নিয়ে গঠিত হলো নীলফামারী জেলা ছাত্রকল্যাণ সংসদ।

আগামী ছয় মাসের জন্য বাংলা বিভাগের ১০ম ব্যাচের জোবায়ের সিদ্দিক জেমস সভাপতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের মোঃ নাজমুল হক সাধারন সম্পাদক নির্বাচিত হন।

গত ২৬ জুলাই  এক মিটিংয়ে ৫ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন অত্র সঙ্গঠনের সাবেক সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির , সাবেক সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম এবং অষ্টম ব্যচের অর্থনীতি বিভাগের ছাত্র মোঃ মোফাচ্ছেরুল হক। উক্ত কমিটি আগামী ৭ দিনের মধ্যে পূর্ন করা হবে বলা হয়।

সাধারন সম্পাদক মোঃ নাজমুল হক বলেন, 'নীলফামারী জেলা ছাত্রকল্যাণ সংসদ আমাদের প্রাণের সংগঠন।এই সংগঠনের মাধ্যমে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নীলফামারীবাসীর একে অপরের পাশে দাঁড়াবো।'

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে অধ্যয়নরত নীলফামারী জেলার প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল।

ট্যাগ: Banglanewspaper জবি