banglanewspaper

মোহাম্মদ রনি খাঁ, গণ বিশ্ববিদ্যালয়: সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ শিক্ষার্থীরা নিরাপদ সড়ক ও রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় চাঁর দফা দাবিতে ঢাকা- আরিচা মহাসড়ক অবরোধ করে শান্তিপর্ণ বিক্ষোভ-মিছিল করছেন।

বৃহস্পতিবার (২আগস্ট) সকাল ১১ টায় মেডিকেল কলেজ শিক্ষার্থীরা হাসপাতাল ক্যাম্পাসের সামনে মানববন্ধন, পরবর্তীতে বাইশমাইলে সড়ক অবরোধ করে রাস্তায় বসে যায়। সেখানে আধঘন্টা অবস্থান শেষে বিক্ষোভ মিছিল নিয়ে তারা গণস্বাস্থ্য মূল ফটকের  সামনে ঢাকা- আরিচা মহাসড়ক ঘন্টা অবরোধ করে।

মিছিলে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ এর বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী, ইন্টার্ণ ডাক্তার, মেডিকেল অফিসারসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী শিক্ষার্থী অংশগ্রহণ করে। এসময় শিক্ষার্থীরা হাতে বিভিন্ন ব্যানার-প্লেকার্ড নিয়ে নৌমন্ত্রীর অনৈতিক বক্তব্যের প্রতিবাদ জানান।

এসময় সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। ফলে অবরোধে বন্ধ হয়ে যায় রাজধানী ঢাকার সাথে দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগ। তবে এ্যাম্বুলেন্স সহ রোগীবাহী যানবাহন চলচলের ব্যবস্থা করে দেওয়া হয়।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ এসে আন্দোলন কারীদের সড়ক অবরোধ তুলে নিতে নির্দেশ দিলে তারা দুপুর সাড়ে ১২টার সময় আন্দোলন স্থগিত করে। পরে পুলিশ সদস্যরা সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেওয়ার পর শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দেয়।

ট্যাগ: Banglanewspaper গণস্বাস্থ্য