banglanewspaper

আফগানিস্তানে একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ৪০ জন হয়েছে। প্রাথমিকভাবে ২৫ জন নিহতের কথা বলা হয়। শুক্রবার জুমার নামাজের সময় দেশটির পাকটিয়া প্রদেশে এ হামলা চালানো হয়।

পুলিশ ও সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, গার্দেজ শহরের খাওয়াজা হাসান মসজিদে চালানো ওই আত্মঘাতী হামলায় অন্তত ৮০ জন আহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাকটিয়ার পুলিশ প্রধান মানদোজাই বলছেন, দুইজন বোরকা-পরিহিত লোক মসজিদে ঢুকে এলোপাথারি গুলি চালায়। এ সময় সেখানে থাকা নিরাপত্তা রক্ষীরা গুলি চালালে এক হামলাকারী তার কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। পরে রক্ষীদের গুলিতে অপর হামলাকারী নিহত হয়।

গার্দেজ শহরের একটি হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে, সেখানে অন্তত ৫০ জন বয়স্ক ও ২০টি শিশু আহতাবস্থায় ভর্তি হয়েছে।

রয়টার্স বলছে, শুক্রবার হামলা হলেও এ পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। তবে এর আগে দেশটির শিয়া মসজিদে হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। আইএস মনে করে, শিয়া সম্প্রদায়ের লোকেরা ধর্মত্যাগী বা মুরতাদ।

প্রসঙ্গত, এই হামলার ঘটনা এমন সময় ঘটলো যখন দেশটির পশ্চিমা সমর্থিত সরকারের সঙ্গে তালেবানদের শান্তি আলোচনা চলছে।

জাতিসংঘের বরাত দিয়ে আলজাজিরা এক প্রতিবেদনে বলেছে, চলতি বছরের প্রথম ছয় মাসে আফগানিস্তানে বিভিন্ন হামলায় ১ হাজার ৬৯২ জন নিহত এবং ৩ হাজার ৪৩০ জন আহত হয়েছে। জাতিসংঘ আফগানিস্তানে এ সংক্রান্ত হতাহতের খবর রেকর্ড করছে ২০০৯ সাল থেকে। সেই রেকর্ড অনুযায়ী এ বছরের প্রথম ছয় মাসের হতাহতের ঘটনা এ যাবতকালের মধ্যে সবচেয়ে বেশি।

ট্যাগ: banglanewspaper আফগানিস্তান নিহত