banglanewspaper

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ২০ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত ৮ জন। 

রবিবার (৫ আগস্ট) চীনের রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়া এ খবর প্রকাশ করেছে। 

সংবাদমাধ্যমটি বলছে, দেশটির জিনজিয়াং রাজ্যের উইঘুর স্বায়ত্বশাসিত অঞ্চলে চলতি সপ্তাহে ২০ জনের মৃত্যু হয়েছে। জুলাইয়ের ৩১ তারিখের পর থেকে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন অন্তত আটজন।

একটি জলাধারের আংশিক অংশ ভেঙে যাওয়ায় বন্যার সৃষ্টি হয়। প্রত্যেক সেকেন্ডে এক হাজার ৮৪৮ কিউবিক মিটার পানি জলাধারের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। 

এতে আরও বলা হয়েছে, ভয়াবহ এ বন্যায় সাড়ে ৮ হাজারের বেশি বাড়িঘর, খামার, সড়কপথ, রেলওয়ে লাইন বিদ্যুৎ ও টেলিযোগাযোগ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ট্যাগ: banglanewspaper চীন