banglanewspaper

ইতালির উত্তরাঞ্চলের বোলোগনা শহরের বিমানবন্দরের কাছের হাইওয়েতে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭০।

সোমবারের এই দুর্ঘটনায় আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্ফোরণের তীব্রতায় হাইওয়েতে থাকা একটি ব্রিজের একাংশ ভেঙে গেছে।

ইতালির সংবাদ সংস্থা আনসা (ANSA) জানায়, একটি তেলবাহী ট্যাংকার থেকেই এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ওই ট্রাকটিতে পেট্রোলিয়াম গ্যাস জাতীয় দাহ্য পদার্থ ছিল। দুর্ঘটনার সময় ওই দাহ্য পদার্থে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে আশপাশের বাড়ি ঘরের জানালার কাঁচ ভেঙে যায়। এবং ভূকম্পন অনুভূত হয়। একটি সেতুর উপর দুটি ট্যাংকার-ট্রাকের সংঘর্ষে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

বিস্ফোরণে সেতুর কিছু অংশ ধসে সেটির নিচে একটি কারপার্কে আগুন ছড়িয়ে পড়ে। সেতুর নিচে থাকা একটি গাড়ি পার্কিংয়েও ছড়িয়ে পড়ে আগুন।

গাড়ি পার্কিং থেকে ধারণ করা একটি ভিডিওতে আগুনের লেলিহান শিখার মাঝে পড়ে এক ব্যক্তিতে আর্তনাদ করতে দেখা যায়।

ইতালির অগ্নিপ্রতিরোধ দপ্তর টুইট করে জানিয়েছে, ঘটনাস্থলে একাধিক উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

ট্যাগ: bdnewshour24 ইতালি