banglanewspaper

ফরহাদ খান, নড়াইল: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নড়াইলে বৃহস্পতিবার (৯ আগস্ট) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে ব্যাংক কর্মকর্তাসহ বিভিন্ন পেশার মানুষের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় ব্যাংক, বীমা, মোবাইল ব্যাংকিং, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, কোরবানির পশুর হাট ইজারাদার, পশু চিকিৎসকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বলেন, ঈদুল আজহা সামনে রেখে জেলার সার্বিক নিরাপত্তাসহ জাল টাকা, অজ্ঞান ও মলম পার্টি সম্পর্কে সচেতন থাকতে হবে। কোরবানির হাটে সুস্থ-সুন্দর পশু বেচাকেনার ব্যাপারে পশু চিকিৎসকসহ হাট কমিটির সদস্যদের সজাগ থাকতে হবে। এ ব্যাপারে সবার সহযোগিতা প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (সদর) জালাল উদ্দিন, সহকারী পুলিশ সুপার ইশতিয়াক আহম্মেদ, নড়াইল থানার ওসি আনোয়ার হোসেন, লোহাগড়া থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস, কালিয়া থানার ওসি শেখ শমসের আলী, নড়াগাতি থানার ওসি আলমগীর কবির ও ডিবি পুলিশের ওসি আশিকুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা। 
 

ট্যাগ: Banglanewspaper নড়াইল