banglanewspaper

নিজস্ব প্রতিনিধি: অবসিকিউরা ফটোগ্রাফি সোসাইটির আয়োজনে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো "ওপিএস ফার্স্ট ইন্টারন্যাশনাল ফটো ফিয়েস্টা-২০১৮।

উন্মুক্ত ক্যাটাগরিতে জমাকৃত চার দেশের সহস্রাধিক আলোকচিত্র থেকে বাছাইকৃত ৪৮ জনের ৫৬টি আলোকচিত্র দিয়ে সাজানো হয়েছে এই আলোকচিত্র উৎসব। বিশ্বসাহিত্য কেন্দ্রের চিত্রশালায় শুরু হয় তিনদিনের এই উৎসব চলবে আগামি শনিবার পর্যন্ত।

প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৮ পর্যন্ত বিশ্বসাহিত্য কেন্দ্রের গ্যালারিতে সকলের জন্য উন্মুক্ত থাকবে এই উৎসব। শনিবার শেষ হবে তিনদিনের এই আলোকচিত্র উৎসব।

ট্যাগ: Banglanewspaper পর্দা উঠল ওপিএস ইন্টারন্যাশনাল ফটো ফিয়েস্তার