banglanewspaper

নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাংগাইলের নাগরপুরে আওয়ামী লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

টাংগাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটু শুক্রবার (১০ আগষ্ট) সকালে নাগরপুর উপজেলার সারটিয়া গাজী বাজারে উপজেলা আওয়ামী লীগ ও  স্থানীয় নেতাকর্মীদের নিয়ে এ উঠান বৈঠক করেন।

সারটিয়া গাজী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবীরের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শহীদুল ইসলাম অপু, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ শহীদুল ইসলাম, বেকড়া ইউপি চেয়ারম্যান মো.শওকত হোসেন, ধুবড়িয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান শাকিল, ভাদ্রা ইউপি’র সাবেক চেয়ারম্যান মো.শওকত হোসেন প্রমূখ।

বক্তারা দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে উপস্থিত নেতাকর্মীদের আহবান জানান। 

ট্যাগ: Banglanewspaper নাগরপুর উঠান বৈঠক