banglanewspaper

শাফিউল কায়েস, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে নিরপত্তাহীনতার কারণে নির্মাণধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ঘটনা ঘটেছে।

শুক্রবার সকালে মুকসুদপুর উপজেলার ননিক্ষীর ইউনিয়নের অন্তর্গত পঃনওখন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রামের রনি আহমেদ অরফে মোঃ এবাদুল শেখ এর বহুতল ভবন নির্মান কাজ চলাকালীন সময় কর্মরত অবস্থায় গুনহর গ্রামের ইউনুচ আলী মিনা (৬৩), পিতা মৃত আঃ মজিদ মিনা এর মর্মান্তিক মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ও মৃতের সহ কর্মি মোঃ বাদশা মিয়া কাছ থেকে জানা যায়, মোঃ ইউনুচ আলী মিনা নির্মানাধীন ভবনের নিচে কর্মরত থাকলে উপর থেকে সেন্টারিং এর বাস তার মাথায় পড়লে গুরুতর আহত হন তিনি৷ এ অবস্থায় নিকটবর্তী রাজৈর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেওয়া হলে কর্তৃপক্ষ ফরিদপুর হাসপাতালে নিয়ে যেতে বলেন।

পরে ফরিদপুর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।

ট্যাগ: banglanewspaper গোপালগঞ্জ