banglanewspaper

শাফিউল কায়েস, গোপালগঞ্জ প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা সামনে রেখে সারাদেশের ন্যায় গোপালগঞ্জের কাশিয়ানীতে শুরু হয়েছে জম-জমাট কোরবানির পশুর বাজার।

তবে অন্যান্য বছরের মত এবারও ভাটিয়াপাড়া, জয়নগর, বাথানডাঙ্গাসহ উপজেলার ছোট-বড় হাটগুলোতে প্রতিদিন উঠছে বিপুল পরিমাণে গরু।

পশু ক্রেতারা জানায়, এবারে পশুর দাম গতবারের থেকে অনেকটা বেশি৷আমাদের দামের সাথে বিক্রেতাদের চাওয়া দামের মিল হচ্ছে না৷তাছাড়া বিক্রেতারা তুলনা মূলক বেশি দাম চাচ্ছে৷ 

জানা গেছে,ঈদের পশুর হাট হওয়ায় বাজারগুলোতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷

ট্যাগ: banglanewspaper কাশিয়ানী