banglanewspaper

সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে রেলমন্ত্রীর প্রথম কন্যাসন্তানের সঙ্গে একান্ত কিছু সময়ের ছবি। এই ছবি দুইটিতে ফুটে উঠেছে বাবা-মেয়ের ভালোবাসার কিছু মুহুর্ত। 

দুইটি ছবির প্রথমটিতে দেখা যায়, বাবা মুজিবুল হকের কাঁধে চড়ে মেয়ে খেলা করছে। দ্বিতীয়টিতে আরেক কাঠি সরেস মন্ত্রীকন্যা। দেখা গেলো, বাবার মাথার চুলের ভেতর কিছু একটা খোঁজার চেষ্টা করছে সে। মুজিবুল হককে দুটি ছবিতে একজন আদর্শ বাবার মতোই মেয়ের 'উৎপাত' হাসিমুখে মেনে নিতে দেখা গেছে।

রেলমন্ত্রী মুজিবুল হক প্রথম কন্যাসন্তানের বাবা হন ২০১৬ সালের ১৮ মে। এরপর দ্বিতীয়বারের মতো বাবা হন ২০১৮ সালের ১৫ মে। দ্বিতীয়বারে তিনি যমজ সন্তানের বাবা হন।

এরপরও এই বছরের ১৫ মে যমজ ছেলের পিতা হন তিনি। 

ট্যাগ: Banglanewspaper মেয়ের সঙ্গে খুনসুঁটি রেলমন্ত্রী