banglanewspaper

নতুন বিক্রিত ল্যাপটপে সেবা দ্বিগুণ করেছে ডেল বাংলাদেশ। শুধু  ইন্সপায়রন নয়, ভস্ত্র ও এক্সপিএস সিরিজেও দুই বছরের বিক্রয়োত্তর সেবা দেয়া হবে বলে জানিয়েছে ডেল বাংলাদেশ।

দেশের ব্যবহারকারীদের কাজের ধরন ও অর্থনৈতিক অবস্থা বিবেচনায় অধিকতর উচ্চমানের গ্রাফিক্স এবং বিদ্যুৎ সাশ্রয়ী ও দীর্ঘস্থায়ী ব্যাকআপ সুবিধার মূল্য সাশ্রায়ী নতুন চারটি মডেলের ল্যাপটপে এই সুবিধা যুক্ত করা হয়েছে। এর মধ্যে সদ্য অবমুক্ত ইন্সপায়রন সিরিজের ষষ্ঠ প্রজন্মের ডেল ৫৪৫৯ ও ৫৫৫৯ মডেলের ল্যাপটপের রয়েছে কোর আই-৫ ও কোর আই-৭ সংস্করণ। আর পঞ্চম প্রজন্মের ডেল ৫৪৫৮ ও ডেল ৫৫৫৮ মডেলের ল্যাপটপের রয়েছে কোর আই-৩ ও কোর আই-৫ সংস্করণ।

বাংলাদেশ ডেল ল্যাপটপের অন্যতম পরিবেশক প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স লিমিটেড। ল্যাপটপগুলোর ফিচার সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট: http://computersourcebd.com।

ট্যাগ: