banglanewspaper

======================
ধন্য তুমি,ধন্যবাদ তোমায়, মাননীয় প্রধানমন্ত্রী।

       ধন্যবাদ জানায় শিক্ষক জাতি,
 জাতীয়করন করিলেন ,মাননীয় প্রধানমন্ত্রী। 
        বঙ্গবন্ধু করিলেন, স্বাধীন দেশ।
  কন্যা করিলেন, আলোকিত বাংলাদেশ। 

ধন্য  তুমি, ধন্যবাদ তোমায়, মাননীয় প্রধানমন্ত্রী।

ধন্যবাদ দিলে কম যে হয়!
যখন একটি  নয়, দুটি  নয়,
২৭৫ কলেজ একসাথে সরকারি হয়!
নুতন ইতিহাস করলো  দেশে,
 মুগ্ধ সবাই নেত্রীর কাজে।
এমন  উদ্যোগ  শিক্ষার মাঝে,
দেখাতে পারেনি ইতিহাস আগে। 

ধন্য  তুমি, ধন্যবাদ তোমায়, মাননীয় প্রধানমন্ত্রী।

    শিক্ষার আলো দেশ জুড়ে জ্বালালেন,
স্বাধীনতার  ইতিহাসকে আলোকিত করিলেন। 
        দেখালেন আবার নুতন করে,
     দেশ নেত্রী সবকিছু করিতে পারে!

ধন্য  তুমি, ধন্যবাদ তোমায়, মাননীয় প্রধানমন্ত্রী।

শিক্ষার প্রদীপ জ্বালালেন সকলের তরে,
থাকবেনা অশিক্ষিত বাংলার  ঘরে। 
ধন্য হলো আজি প্রতিটি উপজেলাবাসী,
উন্নয়নের ছোয়ায়, বেচে থাকুক বাংলাদেশবাসী।

ধন্য  তুমি,ধন্যবাদ তোমায়,মাননীয় প্রধানমন্ত্রী।

 

সৈয়দা কুমকুম খায়ের
আনোয়ারা সরকারি কলেজ, চট্টগ্রাম।

 

 

 

ট্যাগ: banglanewspaper প্রধানমন্ত্রী