banglanewspaper

মো. নাসির উদ্দিন, নকলা (শেরপুর): শেরপুরে নকলায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ১৪ আগস্ট মঙ্গলবার উপজেলা যুবলীগ আয়োজিত ব্লাড গ্রুপ অব নকলার সহযোগীতায় সেচ্ছায় রক্তদান ও ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচি আয়োজন করা হয়েছে।

উপজেলা যুবলীগ আহবায়ক রফিকুল ইসলাম সোহেল সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ সেচ্ছায় রক্তদান ও ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রেজাউল হক হীরা, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক এফএম কামরুল রনজু, যুগ্ম আহবায়ক রেজাউল করিম রিপন, যুবলীগ সদস্য মরতুজ আলী, তোফায়েল আলম শিহাব, আনোয়ার হোসেন শিপনসহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগ নেতৃবৃন্দ, ইলেকট্রনিক প্রেস মিডিয়ার সংবাদকর্মী এবং চৌধুরী ছবরুন নেছা মহিলা ডিগ্রী কলেজ ও নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ২ শতাধিক শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২ শত জনের ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট করা হয়।উক্ত কর্মসূচিতে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা, রক্তদাতাদের ডেটাবেজ সংরক্ষন করা এবং যেকোন মুমূর্ষু রোগীর প্রয়োজনে বিনামূল্যে রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচানোই মূল লক্ষ্য।

ট্যাগ: Banglanewspaper নকলা শোক দিবস