banglanewspaper

এ.এইচ.এস.প্রীতম(নোবিপ্রবি প্রতিনিধি): বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ফার্মেসী ও মাইক্রোবায়োলজি বিভাগের যৌথ উদ্যোগে গত ১৪ই জুলাই মঙ্গলবার ‘সেচ্ছায় রক্তদান কর্মসূচি, দেয়ালিকা উন্মোচন ও আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম অহিদুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য ড. আবুল হাসান, ড. মুহাম্মদ সেলিম হোসেন, ড. ফিরোজ আহমেদ। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে পাঠ, গিতা পাঠ এবং উপস্থিত সকলেই একমিনিট নিরবতা পালন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. এম অহিদুজ্জামান বলেন, ‘যেকোন বছরের আগষ্ট মাস বাঙ্গালীর জাতীয় জীবনে শোকের মাস, কাঁদো বাঙ্গালী কাঁদো এ শিরোনামে আমাদের প্রত্যেককে শোককে শক্তিতে রুপান্তরীত করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে শিক্ষার্থীরা মূখ্য উপাদান হিসেবে কাজ করবে বলে আমার দৃড় বিশ্বাস।’

বিশেষ অতিথি  উপ-উপাচার্য ড. আবুল হোসেন বলেন, ‘অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন বাংলাদেশের জন্য জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন মাত্র, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাত ধরে আমরা দিনদিন ডিজিটাল হচ্ছি, শোকের মাসে শ্রদ্ধাভরে স্মরন করি সেই প্রিয় নেতাকে, যার ভুমিকা বাংলাদেশ বিনির্মানে প্রধান অনুঘটক হিসেবে চিরকাল বাঙ্গালীর হৃদয়ে গেঁথে থাকবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। আয়োজক কমিটির প্রধান আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ড. মো: হাসানুজ্জামান।

মঙ্গলবার, ১৪ই আগষ্ট অনুষ্ঠিত এই আয়োজনে সেচ্ছায় রক্তদান, ব্লাড গ্রুপিং, বিএমআই পরিক্ষা ইত্যাদি কর্মসূচি পালিত হয়। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক দেয়ালিকা উন্মোচন করেন বিশ্ববিদ্যালয় এর উপাচার্য।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফার্মেসী বিভাগের সিনিয়র শিক্ষক ড. শহীদ-উদ-দৌলা, ড. আরিফুল ইসলাম, ফাহদ হোসাইন,  মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক ফয়সাল হোসেন প্রমুখ। 

ট্যাগ: Banglanewspaper নোবিপ্রবি