banglanewspaper

মো. রবিউল ইসলাম তেঁতুলিয়া (পঞ্চগড়): তেঁতুলিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

তেঁতুলিয়ায় উপজেলা প্রশাসন তেঁতুলিয়ার আয়োজনে সকালে উপজেলা চত্তর থেকে একটি শোক  র‍্যালি বের হয়ে তেঁতুলিয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পন করেন, উপজেলা প্রশাসন তেঁতুলিয়া, উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মীরা পুষ্প অর্পন করেন।

শোক র‍্যালি শেষে উপজেলা চত্তরে শুরু হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ও  আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এছাড়া তেঁতুলিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দোয়া আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

ট্যাগ: Banglanewspaper তেঁতুলিয়া