banglanewspaper

সমকাল সম্পাদক সাংবাদিক গোলাম সারওয়ারকে আজ বৃহস্পতিবার আসরের নামাজের পর মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। এর আগে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ রাখা হবে।

সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় সর্বস্তরের মানুষ গোলাম সারওয়ারের মরদেহে শেষ শ্রদ্ধা জানাবেন। দুপুর ১টার দিকে গোলাম সারওয়ারের মরদেহ নেয়া হবে জাতীয় প্রেসক্লাবে। সেখানে তার সহকর্মীরা গোলাম সারওয়ারকে শেষ বিদায় জানাবেন।

প্রেসক্লাব চত্বরে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা গোলাম সারওয়ারকে রাষ্ট্রীয় সম্মান জানানো হবে। জোহরের নামাজের পর প্রেসক্লাবে তার চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে।সমকাল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টায় গোলাম সারওয়ারের মরদেহ নেয়া হবে তার প্রিয় কর্মস্থল সমকালের তেজগাঁও শিল্পাঞ্চল কার্যালয়ে।

সেখানে সমকাল পরিবারের সদস্যরা প্রিয় অভিভাবককে শেষ শ্রদ্ধা জানাবেন। সকাল ১০টায় সমকাল কার্যালয়সংলগ্ন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ওসমানী হল মাঠে গোলাম সারওয়ারের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

গত সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন গোলাম সারওয়ার।

ট্যাগ: Banglanewspaper শহীদ মিনার প্রেসক্লাব গোলাম সারওয়ার