banglanewspaper

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার পৌরসভা নির্বাচনে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথগ্রহণ করেছন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রথমে নবনির্বাচিত মেয়র মুজিবুর রহমানকে শপথবাক্য পাঠ করান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান।

পরে সংরক্ষিত ওয়ার্ডের নারী ও সাধারণ ওয়ার্ডের  পুরুষ কাউন্সিলরদের শপথ বাক্যপাঠ করান জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

মেয়রের সঙ্গে শপথ নেয়া কাউন্সিলর পরিষদ সদস্যরা হলেন- সংরক্ষিত-১ আসনের কাউন্সিলর শাহেনা আকতার, ২ নম্বর আসনের ইয়াছমিন আকতার, ৩ নম্বর আসনের জাহেদা আকতার, ৪ নম্বর আসনের নাছিমা আকতার, সাধারণ আসনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এস আই এম আক্তার কামাল আজাদ, ২ নম্বর ওয়ার্ডের  মিজানুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডের মাহবুবুর রহমান চৌধুরী, ৪ নম্বর ওয়ার্ডের মো. দিদারুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডের  সাহাব উদ্দীন, ৬ নম্বর ওয়ার্ডের ওমর ছিদ্দিক, ৭ নম্বর ওয়ার্ডের আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, ৮ নম্বর ওয়ার্ডের রাজ বিহারী দাশ, ৯ নম্বর ওয়ার্ডের মো. হেলাল উদ্দিন, ১০ নম্বর ওয়ার্ডের সালাউদ্দিন, ১১ নম্বর ওয়ার্ডের নুর মোহাম্মদ ও ১২ নম্বর ওয়ার্ডের কাজী মোরশেদ আহম্মদ বাবু।

এখানে নির্বাচিত মেয়রকে নিয়ম অনুসারে বিভাগীয় কমিশনার শপথবাক্য পাঠ করান।এবারে প্রথম বিভাগীয় কমিশনার কক্সবাজার এসে শপথবাক্য পাঠ করালেন।

এ সময় কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমলসহ দলীয় নেতাকর্মী এবং জেলা প্রশাসনে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ: Banglanewspaper শপথ কক্সবাজার মেয়র