banglanewspaper

ফরহাদ খান, নড়াইল: নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সড়ক, সেতু, ফ্লাইওভার, আন্ডারপাস, নৌবন্দর, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১, তথ্য-প্রযুক্তিসহ দেশে অনেক উন্নয়ন হয়েছে। পদ্মা সেতুর কাজ এগিয়ে চলেছে। পদ্মা সেতুর দুর্নীতি মিথ্যা প্রমাণিত হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় এসব উন্নয়ন সম্ভব হয়েছে। ভবিষ্যতে দেশবাসী উন্নয়নের আরো পাবেন। তাই বঙ্গবন্ধু হত্যার শোককে শক্তিশালী করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামি সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার লক্ষ্যে তৃণমূলের নেতাকর্মীসহ সবাইকে একযোগে কাজ করতে হবে। বিকেলে নড়াইলের নড়াগাতি আওয়ামী কার্যালয়ের পাশে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

স্থানীয় আওয়ামী লীগ নেতা ফোরকান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কালিয়া উপজেলা আ’লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌর মেয়র মুশফিকুর রহমান লিটন, জেলা পরিষদ সদস্য হাদিউজ্জামানসহ দলীয় নেতাকর্মীরা। এছাড়া কালোব্যাজ ধারণ ও গণভোজের আয়োজন করা হয়। আ’লীগ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী শোকসভায় উপস্থিত ছিলেন। 
 

ট্যাগ: Banglanewspaper নড়াইল