banglanewspaper

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের অভিযান চালিয়ে ১ লক্ষ পিস ইয়াবাসহ ১ পাচারকারীকে গ্রেফতার করেছে। এসময় বিপুল পরিমাণ ইয়াবা বহনকারী হায়েস মাইক্রোবাসও জব্দ করে পুলিশ।

শুক্রবার (১৭ আগষ্ট) বিকাল সাড়ে ৩ টার দিকে রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মোজাহিদুল ইসলামের নেতৃত্বে এস.আই চন্দন চন্দ্র দাশসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ষ্টেশন থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী হায়েস মাইক্রোবাস চট্টমেট্টো ছ-১১-১৪৫৮ গাড়িটি টেকনাফ-কক্সবাজার সড়কের তুলাবাগান নামকস্থানে তল্লাশী চালিয়ে গাড়ির স্পেয়ার চাকার ভিতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১ লক্ষ পিস ইয়াবাসহ চালক মোঃ বেলাল (২৫) কে আটক করে।

এসময় হায়েস মাইক্রোবাস গাড়িটি জব্দ করা হয়। আটককৃত মোঃ বেলাল উখিয়া উপজেলার পালংখালী এলাকার হাফেজ হামিদুল হকের ছেলে।

রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মুজাহিদুল ইসলাম ১ লাখ পিস ইয়াবাসহ পাচাকারী আটক ও গাড়ি জব্দের বিষয় নিশ্চিত করেছেন।

এব্যাপারে আটককৃত উক্ত পাচারকারীরর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের রামু থানায় মামলা দায়ের করেছেন বলে রামু ক্রসিং হাইওয়ে থানার এ ওসি জানিয়েছেন।

ট্যাগ: banglanewspaper রামু