banglanewspaper

আব্দুম মুনিব, কুষ্টিয়া: কুষ্টিয়ায় বর্ষীয়ান রাজনৈতিক ব্যাক্তিত্ব বিশিষ্ট সমাজ সেবক কুমারখালী-খোকসা থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য জেলা উন্নয়ন সমন্বকারী জেলা বিএনপির প্রাক্তন সভাপতি সৈয়দ মাছ-উদ রুমীর ২৩ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার বাদ আছর কুষ্টিয়া জেলা বিএনপির আয়োজনে শহরের বড় জামে মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন জেলার পেশাজীবি, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন মরহুমের ছেলে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি কাজী এনামুল হক আসাদ, যুগ্ম সম্পাদক এমএ শামীম আরজু, কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সভাপতি বশিরুল আলম চাঁদ, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল, জেলা বিএনপির জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, সহ- সাংগঠনিক সম্পাদক খন্দকার শামসুজ্জাহিদ, সমাজ কল্যাণ সম্পাদক গাজী গোলজার হোসেন গোলো, যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, জেলা কৃষকদলের আহবায়ক এসএম গোলাম কবির, জেলা যুবদল নেতা খন্দকার শামসুজ্জাহিদ, জেলা সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল।

কুমারখালী উপজেলা যুবদলের সভাপতি এ্যাড.শাতিল মাহমুদ, সদর থানা যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম বিপ্লব, ইবি ছাত্রদলের সভাপতি ওমর ফারুক প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন কুষ্টিয়া বড় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আসাদুজ্জামান। অন্যদিকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার বাদ জুম্মা কুষ্টিয়ার  খোকসা উপজেলা নিজ গ্রাম কমলাপুর জামে মসজিদে কোরআন খানী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন মরহুমের পুত্র গ্রুপ ক্যাপ্টেন অব. সৈয়দ ফরহাত আহমেদ রুমী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-পরিচালক সৈয়দ শাহনেওয়াজ আহমেদ রুমী, অব. সহকারী পুলিশ সুপার সৈয়দ মাহমুদ আহমেদ রুমী, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, অব. যুগ্ম সচিব সৈয়দ নেছার আহমেদ রুমী।

উপস্থিত ছিলেন জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা অধ্যাপিকা সৈয়দা ফাহিমা বানু, সৈয়দ মেহেদী আহমেদ রুমীর পুত্র সৈয়দ ফায়েজ আহমেদ রুমী।

খোকসা পৌর বিএনপির সভাপতি মুন্সি রশিদ রশিদ রেজা বাজু, সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ রাজু প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা সৈয়দ আবু আব্দুল্লাহ।

অপরদিকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমারখালীতে থানা সেচ্ছাসেবকদলের আয়োজনে শনিবার বাদ আছর রেল স্টেশন জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আল কামাল মোস্তফা, প্রচার সম্পাদক রঞ্জুরুল ইসলাম রঞ্জু, পৌর বিএনপির সহ-সম্পাদক তমিজ উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি ডাঃ শরীফুল ইসলাম, থানা ছাত্রদলের সহ-সভাপতি দুলালসহ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: Banglanewspaper কুষ্টিয়া মাছ-উদ রুমী