banglanewspaper

বলিউডে পা রাখতে যাচ্ছেন ঢাকাই সিনেমার এ সময়ের সবচেয়ে জনপ্রিয় ও ব্যস্ত অভিনেতা শাকিব খান! সিনেপাড়ার গুঞ্জন, আগামী বছরের যেকোনো সময় বলিউডে অভিনয় করতে দেখা যেতে পারে শাকিবকে।

ঢাকাই চলচ্চিত্রের দাপুটে নায়ক শাকিব খান। গত এক বছর ধরে এই সাম্রাজ্য দাপিয়ে বেড়াচ্ছেন। শুধু নিজ দেশ নয় বর্তমানে যৌথ প্রযোজনার ছবির মাধ্যমে কলকাতাতেও নিজের অবস্থান পাকাপোক্ত করছেন তিনি। ইতোমধ্যে কয়েকটি ব্যবসাসফল ছবি তার ঝুলিতে জমাও পড়েছে।

জানা গেছে, কলকাতার ছবিতে অভিনয়কালে শাকিবের লুক, কাজের গতি ও অভিনয় দক্ষতা নজরে এনেছেন বলিউডের কিছু প্রডিউসার।

প্রসঙ্গত শাকিব অভিনীত কলকাতার কয়েকটি ছবিতে তামিল ও বলিউডের ফাইট ও ড্যান্স ডিরেক্টর ছিলেন। বিশেষ করে তারাই চাইছেন শাকিব বলিউডের মতো প্ল্যাটফর্মে তার যোগ্যতা প্রদর্শন করুক।

এ বিষয়ে নাকি আলোচনাও এগুচ্ছে একটু একটু করে। যদি সেই আলোচনা ফলপ্রসূ হয় তাহলে শিগগির শাকিবকে দেখা যাবে বলিউডে।

ট্যাগ: Banglanewspaper শাকিব