banglanewspaper

কুঞ্চিত প্রেম

শাফিউল কায়েস

 

আজ আমি নীল প্রজাপতিদের ভিড়ে 

বিলিয়ে দিলাম আমার সমস্ত  ভালোবাসা; 

ঐ নীল আকাশে উড়িয়ে দিলাম সমস্ত প্রেম;

ভালোবাসার অভাব আর থাকবে না আমার৷ 

 

ভালোবাসার কি মূল্য?কোন মূল্য নেই!

আছে শুধু বিষক্ত অনুভূতির বেদনা৷ 

আমাকে আর প্রেম কিংবা ভালোবাসা প্রলোভন দেখিয়ে 

বোকা বানাতে পারবে না পৃথিবীর কেউ;

 

আমি বিশ্বাস করতাম প্রকট তোমাকে;

সেই বিশ্বাসের মূল্যের কাছে আজ আমি বোকা৷

ট্যাগ: Banglanewspaper প্রেম