banglanewspaper

আগামী শুক্রবার জুমার নামাজ পড়ার পর বদলে যাবেন শাকিব। ভক্তদের উদ্দেশে এমনই ঘোষণা দিলেন চলচ্চিত্র অভিনেতা শাকিব খান।

বুধবার রাতে ওয়েস্টিন হোটেলে শাহেন শাহ ছবির মহরতে এমন ঘোষণা দেন তিনি। কেন এমন ঘোষণা?

শাকিব বললেন, 'আমি প্রমিজ করছি। বহুদিন ধরে একটি বিষয় আমিও চাচ্ছিলাম। আমার ‘শিকারি’, ‘নবাব’, ‘চালবাজ’ ছবিগুলোতে আমার পরিবর্তন দেখেছেন দর্শক। আমার ফ্যানরাও উদগ্রীব হয়ে থাকেন আমাকে নতুন নতুন রূপে দেখতে। তারা ইন্টারন্যাশনাল সুপারস্টারদের লুকের মতো তাদের হিরোকেও দেখতে চান।'

জনপ্রিয় এই অভিনেতা বলেন, 'তারা চান শাকিব খান সেই লেবেলের লুক নিয়ে তাদের মাঝে হাজির হোক। আমার ফ্যান ফলোয়ারদের আমি কথা দিচ্ছি, তারা যেমনটি দেখতে চান আগামীতে ঠিক তেমনভাবেই নতুন এক শাকিব খান হয়ে উপস্থিত হব, ইনশাল্লাহ। শিগগিরই আমি নতুন এক শাকিবকে হাজির করব। যাকে দেখে আমার ভক্তরা সত্যিই গর্বিত হবেন।'

শাকিব খান গলায় ভিন্ন সুর এনে বললেন, 'আগামী শুক্রবার জুমার নামাজের পর নতুন শাকিবের জন্ম হবে। অতীতের সব গ্লানি মুছে ফেলব।'

শাকিবের শেষ দুটো বাক্য নিয়ে ওয়েস্টিনের বলরুমে সাংবাদিকদের মধ্যে কানাঘুঁষো শুরু হয়। যদিও শাকিব প্রসঙ্গের শুরুতেই বলে নিয়েছেন, 'না, বিয়ের ঘোষণা দেব না।' অর্থাৎ শুক্রবার এমন কিছু বদল আসবে যার জন্য শাকিব ভক্তরা স্বাভাবিকভাবেই আগ্রহী হয়ে উঠেছে।

ট্যাগ: banglanewspaper শাকিব খান