banglanewspaper

কাজী জুবেরী মোস্তাক

............................................................................

একদিন আমিও ছিলাম তোমার পুরোনো শহরে 

আমারও বসতভিটা ছিলো তোমার পুরোনো সে 

শহর জুড়ে৷

 

ভালোবাসাময় এক যৌথ খামার ছিলো সেখানে ,

দুয়ার ছিলো ; ছিলো জানালা ভরা প্রিয় আকাশ 

আর তুমি ছিলে৷

 

আমার অপেক্ষাতেই বন্দী থাকতে ভেতর দুয়ারে

কখন ফিরবো আর কড়া নাড়বো খামারের সেই 

বন্ধ দুয়ারে জোড়ে৷

 

আজও স্বপ্ন দেখার স্বপ্নেরা আছে তোমার শহরে ,

শূন্যতা আর হতাশার যৌথ গ্রহণ চলছেই আজও

আমার শহর জুড়ে৷

 

যে শহরে একদিন ছিলো ভালোবাসার মাদকতা

সে শহর আজকে ভালোবাসাহীন; আছে শূন্যতা 

আর ব্যার্থতা৷

 

তোমার শহরে আজ জানালা ভরা প্রিয় আকাশ,

আর আমার শহরে আজও পাওয়া না পাওয়ার 

যন্ত্রনার বসবাস৷

 

তোমার শহরে তুমি তোমার মতো ভালো থেকো,

অামিও ভালো থাকার অভিনয়টা আমার মতো  

শিখে নেবো৷

ট্যাগ: Banglanewspaper পুরোনো শহর