banglanewspaper

নব্বই এর দশকে উদীয়মান ও সবচেয়ে জনপ্রিয় কণ্ঠ শিল্পীদের মধ্যে মনির খান অন্যতম। সেসময়ে অডিও আর প্লেব্যাকে একচ্ছত্র আধিপত্য ছিল এই সংগীতশিল্পী।

সারাদেশে ছিল অসংখ্যা ভক্ত। সেই ভক্তদের মধ্যে ছিল তৌফিক ইমাম। ছোটবেলার এই ভক্ত এখন তরুণ কণ্ঠশিল্পী।  সংগীতে আসার পর থেকেই স্বপ্ন ছিল প্রিয় গায়কের সঙ্গে গান করবেন।

অবশেষে ভক্তের সেই আশা পূরণ করলেন মনির খান। তৌফিকের নতুন অ্যালবাম ‘এক মনেরই মালিক’-এর একটি গানে কণ্ঠ দিয়েছেন মনির খান। গানটির শিরোনামও ‘এক মনেরই মালিক’। লিখেছেন এ আর রাজ, সুর করেছেন মিল্টন খন্দকার। গানটির ভিডিওতেও দেখা যাবে মনির খানকে।

ভক্ত সম্পর্কে মনির খান বলেন, ভক্ত অনেক রকম হয়। তৌফিক ইমাম একটু অন্যরকম। কয়েক বছর ধরে লেগে আছে। এই প্রথম কোনো ভক্তের অনুরোধে গাইলাম।

ট্যাগ: Banglanewspaper ভক্তের অনুরোধ মনির খান