banglanewspaper

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ ইন্দুরকানীতে এক যুবলীগ নেতাকে হত্যার হুমকি দিয়েছে এক ইউপি সদস্য। এ ঘটনায় ওই ইউপি সদস্যের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করেছেন যুবলীগ নেতা।

ডায়েরী সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর পত্তাশী ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাসুম হাওলাদার পত্তাশী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আঃ মজিদ ফকিরকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় যুবলীগ নেতা মজিদ ফকির বাদী হয়ে বৃহস্পতিবার বিকালে ইন্দুরকানী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ডায়েরী নং-৪৫০।

ইউপি সদস্য মাসুম হাওলাদার জানান, ‘যুবলীগ নেতা মজিদ ফকিরের সাথে আমার ফোনে কোন কথা হয়নি এবং আমি তাকে কোন হুমকি দেই নি। বরং আমাকে ও আমার লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।’

ট্যাগ: Banglanewspaper ইন্দুরকানী