banglanewspaper

রুমেল আলী, ফেঞ্চুগঞ্জ (সিলেট): সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, দেশকে এগিয়ে নিতে শিক্ষার বিকল্প নেই। সরকার দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে শিক্ষার্থীদের পেছনে অর্থ ব্যয় করছে। তারা ভবিষ্যতে মানুষের মতো মানুষ হয়ে দেশ সেবায় অংশগ্রহণ করবে। 

সরকার শতভাগ শিক্ষা নিশ্চিত করতে শিশুদের হাতে বিনামূল্যে বই তুলে দিতে প্রতি বছর জানুয়ারি মাসে বই নিয়ে বিদ্যালয়ে প্রস্তুত থাকে। এছাড়া সরকার শিক্ষার্থীদের উপবৃত্তিও প্রদান করে যাচ্ছেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার আগে শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ হতে হবে।

শনিবার সকালে ফেঞ্চুগঞ্জের পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন চারতলা ভবন ও গেইট সহ সীমানা প্রাচীর নির্মাণের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন, পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শুকুর উদ্দীন।

উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক শহিদুজ্জামান ছুটুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদরুদ্দোজা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক (প্রস্তাবিত কমিটি) মাহফুজুর রহমান জাহাঙ্গীর, ইউপি সদস্য আব্দুস সামাদ, আওয়ামী লীগ নেতা মহসিন মিয়া ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পাল প্রমুখ।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, ক্বারী মাওলানা মোঃ মিনহাজ উদ্দীন। সভার আগে ফিতা কেঁটে নতুন চারতলা ভবনের শুভ উদ্বোধন করেন সাংসদ সামাদ চৌধুরী।

ট্যাগ: Banglanewspaper ডাক্তার ইঞ্জিনিয়া সামাদ চৌধুরী