banglanewspaper

কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত 'নাকাব' মুক্তি পাবে আগামী ২১ সেপ্টেম্বর। নির্মাতা রাজীব কুমার বিশ্বাসের এই চলচ্চিত্রটি পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়ার পাশপাশি সাফটা চুক্তির আওতায় বাংলাদেশেও মুক্তি পাবে। ছবিটিতে নায়ক হিসেবে আছেন ঢাকাই সুপারস্টার শাকিব খান। আর ছবিতে তাঁর নায়িকা কলকাতার নুসরাত জাহান ও সায়ন্তিকা।  

ছবিটির প্রচারণার জন্য আগামীকার (১৬ সেপ্টেম্বর) ঢাকায় আসার কথা ছিল এই দুই নায়িকার। তাঁদের সঙ্গে শাকিব খানও প্রচারণায় অংশ নেবেন বলে জানিয়েছিল জাজ মাল্টিমিডিয়ার একটি সূত্র। 

তবে সর্বশেষ সংবাদটি হচ্ছে, আপাতত ঢাকায় আসছেন না তাঁরা। জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আজ শনিবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

জাজের পক্ষ থেকে জানানো হয়, শিডিউলজনিত ঝামেলা থাকার কারণে ১৬ তারিখে ঢাকায় আসা হচ্ছে না নুসরাত ও সায়ন্তিকার। তাঁদের আসার তারিখ চূড়ান্ত হলে পরে আবার জানিয়ে দেওয়া হবে।

আগামী ২১‌ সেপ্টেম্বর 'নাকাব' মুক্তি দেওয়ার কথা রয়েছে। যদিও ওই তারিখে ছবিটি মুক্তি নিয়েও সন্দেহ রয়েছে। ২১ সেপ্টেম্বর ছবিটি মুক্তির প্রচারণা চালালেও এখনও নিশ্চিতভাবে সিদ্ধান্ত নিতে পারছে না প্রযোজনা প্রতিষ্ঠানটি।

'নাকাব' ছবির মাধ্যমে প্রথমবারের মতো ভৌতিক চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন তিনি। শাকিব, নুসরাত, সায়ন্তিকা ছাড়া 'নাকাব'-এ আরো অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, সুদীপ মুখোপাধ্যায়।

ট্যাগ: bdnewshour24 সরাত সায়ন্তিকা