banglanewspaper

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: ফেঞ্চুগঞ্জে ২নং মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফিয়ান করিম চৌধুরী, সদস্য হাজী মাহবুবুল হক মিন্টুর সম্মানে সংবর্ধনা প্রদান করেছেন ব্রাক্ষণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ।

সোমবার সকালে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাহফুজুর রহমান খান জাহাঙ্গীর।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মুহিত আহমদ শাহ্ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি ২নং মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফিয়ান করিম চৌধুরী, সদস্য হাজী মাহবুবুল হক মিন্টু, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য হোসাইন আহমদ খান হিরণ, ফখরুল ইসলাম, ফাতেহা বেগম ও জেসমিন আক্তার প্রমুখ।

সভা শেষে সংবর্ধিত অতিথিদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

ট্যাগ: Banglanewspaper ফেঞ্চুগঞ্জ