banglanewspaper

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: ফেঞ্চুগঞ্জে ব্রাক্ষণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিনুফা আক্তারের গোলাপশাহ্ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি হওয়ায় ব্রাক্ষণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাহফুজুর রহমান খান জাহাঙ্গীর। বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলে রব সানির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিক উদ্দীন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান, কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ কয়েছুর রহমান, বিদায়ী সংবর্ধিত অতিথি শিক্ষক মিনুফা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি কাঞ্চন চন্দ্র দেব, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান ছুটু, ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, বিদ্যালয় ম্যানেজিংকমিটির সহ-সভাপতি মুহিত আহমদ শাহ্ ও সদস্য ফখলুর ইসলাম পাপলু প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, বিদ্যালয়ের ছাত্র রুহু্ আমিন হোসাইন। সভা শেষে আমন্ত্রিত অতিথি, বিদায়ী শিক্ষক ও ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সহ- সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, সদস্য জুয়েল খান ও শিক্ষানবিশ রুমেল আলী সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা।

ট্যাগ: Banglanewspaper ফেঞ্চুগঞ্জ