banglanewspaper

সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনায় এসে রাতারাতি তারকা বনে যাওয়া আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার দেশের গণ্ডি পেরিয়ে হিন্দি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। গত মাসেই এই খবর দিয়েছেন তিনি। 'বিজু দ্য হিরো' নামের এই ছবিটি পরিচালনা করবেন প্রভাত কুমার। এবার এ ছবিতে অভিনয় করতে বলিউডে অর্থাৎ মুম্বাই যাচ্ছেন তিনি।

হিরো আলম বলেন, ‘ডিসেম্বর মাসে শুরু হবে আমাদের সিনেমার শুটিং। ২২ সেপ্টেম্বর মুম্বাই যাচ্ছি ছবির লোকেশন দেখার জন্য। আগামী ২৮ সেপ্টেম্বর দেশে ফিরবো। ছবির কাজ থেমে নেই। শুটিংয়ের পূর্বে একটি সিনেমার বেশ কিছু কাজ থাকে এই কাজগুলো গোছানো হচ্ছে।’

বলিউডের ছবিতে নিজের চরিত্র নিয়ে হিরো আলম বলেন, ‘এই ছবির কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করছি আমি। আমাকে একজন বোবা মানুষের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। আমি জানি বোবা চরিত্রে অভিনয় করা খুব সহজ নয়। ছবিটির জন্য রাত দিন পরিশ্রম করছি, নিয়মিত অনুশীলন করছি, ছবির জন্য নিজেকে প্রস্তুত করছি। হিরো আলম দর্শকদের হতাশ করেনি কখনো, এই সিনেমা দেখেও দর্শক মুগ্ধ হবেন বলেই আমার বিশ্বাস।’

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় স্থানীয়ভাবে নির্মিত হিরো আলম অভিনীত মিউজিক ভিডিও। এরপরেই আকস্মিকভাবে আলোচনায় উঠে আসেন হিরো আলম। এরপর বগুড়া থেকে ঢাকায় এসে একের পর মিউজিক ভিডিওতে কাজ করেছেন। 'মার ছক্কা' নামের একটি চলচ্চিত্রেও অভিনয়ের সুযোগ পান তিনি। তবে এবার সবকিছুকে ছাড়িয়ে হিন্দি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন আলোচিত এই অভিনেতা।

ট্যাগ: bdnewshour24 হিরো আলম