banglanewspaper

জাপানের ধনকুবের ইউসাকু মায়েজাওয়া বিশ্বের প্রথম মহাকাশ পর্যটক হিসেবে চাঁদে যাবেন। সোমবার (১৭ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার হাউথ্রনে স্পেসএক্সের সদর দফতর থেকে প্রতিষ্ঠানটির সিইও এলন মাস্ক এটি জানিয়েছেন। আগামী ২০২৩ সালে বিগ ফ্যালকন রকেটে করে চাঁদের পাশ দিয়ে মায়েজাওয়া ঘুরে আসবেন বলেও জানিয়েছে তিনি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন- এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

স্পেসএক্সের সিইও এলন মাস্ক আরও জানান, চাঁদে ওই ট্রিপ চার থেকে পাঁচদিনের হবে।

এদিকে, এক সংবাদ সম্মেলনে মায়েজাওয়া বলেন, আমি এই অভিজ্ঞতা যতজনের সঙ্গে সম্ভব ভাগ করে নিতে চাই। তাই চাঁদে আমার সঙ্গে ছয় থেকে আটজন শিল্পী নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, আমি এই অভিজ্ঞতা যতজনের সঙ্গে সম্ভব ভাগ করে নিতে চাই। তাই চাঁদে আমার সঙ্গে আমি শিল্পী নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

ট্যাগ: bdnewshour24 চাঁদ