banglanewspaper

শরীফ আনোয়ারুল হাসান রবীন : মাগুরা প্রেসক্লাবের প্রয়াত সভাপতি অধ্যাপক মিহির লাল কুরিব স্মরণসভা বুধবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সিনিয়র সাংবাদিক খান সরাফত হোসেনের সভাপতিত্ব এ স্মরন সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান গোলাম মোস্তফা মাকুল, সাংবাদিক সাইদুর রহমান, তরিকুল আনোয়ার, সরদার ফারুক আহমেদ, শামীম খান, হোসেন সিরাজ, লিটন ঘোষ, অলোক বোস, শফিকুল ইসলাম, রূপক আইচ, মুসাফির নজরুল, সুব্রত সরকার সহ অন্যরা। উপস্থিত সভায় মাগুরা জেলা সদর ছাড়াও জেলার সকল উপজেলার সাংবাদিকবৃন্দ গত বছরের ১৮ মার্চ ২০১৭ প্রয়াত সভাপতি শরীফ আমিরুল হাসান বুলুর মৃত্যুর পর তিনি মাগুরা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তার দক্ষ নেতৃত্বে মাগুরা প্রেসক্লাবের বহুমুখি উন্নয়ন সাধিত হয়েছে। 

এ সময় মিহির লাল কুরির পরিবারের হাতে সাংবাদিক কল্যাণ পরিষদের পক্ষ থেকে ১লাখ টাকার চেক তুলে দেয়া হয়।  দৈনিক সংবাদের মাগুরা জেলা প্রতিনিধি হিসেবে কর্তব্যরত সাংবাদিক মিহির লাল কুরি গত ১ সেপ্টেম্বর ১৮ ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান।

ট্যাগ: bdnewshour24 মাগুরা