banglanewspaper

বাংলাদেশ চলচিত্র জগতের রাজপুত্র এবং কোটি কোটি সিনেমা ভক্তদের স্বপ্নের নায়ক সালমান শাহের মৃত্যু শোক আজও কাটেনি। ২২ বছর আগে সবাইকে কাঁদিয়ে পৃথিবী থেকে চিরবিদায় নেন এই মহা অভিনেতা।

বুধবার (১৯ সেপ্টেম্বর) ছিলো তাঁর ৪৭ তম জন্মদিন। এদিন সালমানকে স্মরণ করছেন লাখো কোটি ভক্তরা। সেই ভক্তদের তালিকায় রয়েছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও।

ঋতুপর্ণা বলেন, 'রোমান্টিক নায়কের সেরা নিদর্শন সালমান শাহ। তার আবেদন এখনো ফুরায়নি। তার অনেক ভক্ত রয়েছে। অবাক করা ব্যাপার হলো কলকাতাতেও তার ভক্ত আছে। আসলে সালমান শাহ আবেগের এতবড় জায়গা জুড়ে ছিলেন যে আজও মানুষ সেটা বয়ে বেড়াচ্ছে।'

তিনি বলেন, 'আমি সালমানকে কখনো সরাসরি দেখিনি। তাকে নিয়ে প্রচুর গল্প-আলোচনা শুনেছি। ম্যাগাজিনে পড়েছি। মনে পড়ে' আমি যখন 'স্বামী কেন আসামি' ছবিটি করতে বাংলাদেশে এলাম তখনই সালমান মারা যান। সেই সময় ঢাকাতে সিনেমার মানুষদের মধ্যে যে শোক দেখেছিলাম, দর্শকের যে হাহাকার শুনতে পেরেছিলাম সেটা আমি আজও ভুলতে পারি না।'

ঋতুপর্ণা বলেন, 'সালমান সফল মানুষ ও নায়ক। তিনি এখনও দীপ্ত নায়ক হিসেবে আছেন সবার মনে। আসলে রোমান্টিক নায়কের যে ডেফিনেশনটা রয়েছে সালমান তার যোগ্য নিদর্শন। ঢাকাই ছবিতে তার পরে যারা নায়ক হিসেবে এসেছে সবার মনেও সালমানের গভীর প্রভাব দেখা যায়।'

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস নিয়ে নির্মিতব্য চলচ্চিত্র 'গাঙচিল'র জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ঋতুপর্ণা। এজন্য গেলো বুধবার তিনি ঢাকা পৌঁছেছেন। সেখানে সালমান শাহের জন্মবার্ষিকীতে প্রিয় নায়কের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

ট্যাগ: bdnewshour24 ঋতুপর্ণা সালমান