banglanewspaper

সৈয়দা কুমকুম খায়ের

................................................

অঙ্গের সঙ্গে অঙ্গের বন্ধনে,

 সচল থাকে মানব দেহ যে;

ভ্রাতৃত্ব ছাড়া সম্ভব নয়,

বেঁচে থাকা এই পৃথিবীতে।

 

জাতি, ধর্ম নিয়ে মিছে বড়ায়,

করো কেন পৃথিবীতে এত লড়াই?

বিশ্ব ভূখণ্ডের এই মানব জাতি,

আদম হাওয়ায় ঔরসজাত সৃষ্টি।

 

মানব মনের কণিকার স্ফীতি,

ভ্রাতৃত্বের এই বন্ধন রীতি।

চেয়ে দেখো বাংলার বুকে,

হিন্দু মুসলমান আছে কত সুখে।

 

ভ্রাত্বতের বন্ধন থাকবে মজবুত যতদিন,

হারাতে পারবে না কেউ,তারে কোন দিন। 

সম্পদের ফাঁদেপড়ে, ভালোবাসার মোহে ডুবে,

শিথিল হচ্ছে আজ  ভ্রাতৃত্বের বন্ধন রে!

 

সম্পদের হিসাবে, লড়ছে আজ ভাইয়ে ভাইয়ে,

ধর্মের নাম করে ভ্রাতৃত্ব আজ যাচ্ছে উড়ে;

বর্ণের নিপীড়নে, কত নিরীহ হচ্ছে দেশান্তরি।

চলো অন্যের দুঃখে হয়ে দুঃখী,

ভ্রাতৃত্বের বন্ধন অটুট করি। 

 

যত করো সম্পদ ভাই, 

ভ্রাতৃত্বের চেয়ে শান্তি কিছু নাই। 

ভ্রাতৃত্বের মূল্য দেয় না জন, 

পৃথিবীতে অসহায় তিনিই একজন। 

ট্যাগ: bdnewshour24 সৈয়দা কুমকুম খায়ের