banglanewspaper

তানজানিয়ার লেক ভিক্টোরিয়াতে ফেরিডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ১৩৬ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। 

গত বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলীয় লেক ভিক্টোরিয়াতে এ ফেরিডুবির ঘটনা ঘটে।

কর্মকর্তারা ধারণা করছেন, ওই ফেরিতে ১০০ জনের ধারণক্ষমতা থাকলেও সেখানে ৩০০ জনের মতো আরোহী ছিল। অতিরিক্ত যাত্রী ছাড়াও ফেরিটিতে ভুট্টা, কলা ও সিমেন্টও নেয়া হচ্ছিল।

ঘটনার দিকে প্রাথমিকভাবে ৪৪ জনের লাশ উদ্ধারের কথা জানিয়েছিল কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার ও আজ শনিবার এ সংখ্যা ১৩৬ ছাড়িয়েছে। 
এদিকে স্বজনদের খোঁজে দুর্ঘটনাস্থল সংলগ্ন এলাকায় ভিড় জমিয়েছেন বহু মানুষ। অনেকের কণ্ঠে আহাজারিও শোনা যায়। 

তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি ফেরিডুবিতে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করে দেশবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে ফেরিটির ব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের গ্রেফতারেরও নির্দেশ দিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০১২ সালে দেশটিতে ফেরিডুবিতে ১৪৫ জন ও ১৯৯৬ সালে ফেরিডুবিতে প্রায় ৫০০ লোকের প্রাণহানির ঘটনা ঘটেছিল তানজানিয়ায়। সূত্র: দ্য টেলিগ্রাফ
 

ট্যাগ: bdnewshour24 তানজানিয়া