banglanewspaper

ফরহাদ খান, নড়াইল : নড়াইলের চারটি থানার ওসিদের সঙ্গে পুলিশ সুপারের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ে ওসিদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, সদর থানার ওসি আনোয়ার হোসেন, লোহাগড়া থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস, কালিয়া থানার ওসি শেখ শমসের আলী ও নড়াগাতি থানার ওসি আলমগীর কবির।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর পুলিশ সুপারের কার্যালয়ে আসন্ন দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওসিসহ বিভিন্ন পুলিশ ফাঁড়ি ও ক্যাম্পের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।

ট্যাগ: bdnewshour24 নড়াইল