banglanewspaper

নুরকাদের সরকার ইমরান, নীলফামারী প্রতিনিধি: বিশ্ব নদী দিবসে জেলার ডোমার উপজেলার কতিপয় প্রভাবশালী কতৃক দখলকৃত, ও নদীকে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কতৃক জলমহাল ঘোষনার প্রতিবাদে দেওনাই নদী সবার জন্য উন্মুক্তের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কয়েছে জেলেসহ শত শত নারী-পুরুষ।

রবিবার হরিণচড়া ইউনিয়ন এলাকার দেওনাই নদীর ধারে ওই কর্মসুচীর আয়োজন করে দেওনাই নদী সুরক্ষা কমিটি নামের একটি সংগঠন।

সকাল ১১ টার দিকে নদীর ধারে প্রায় এক কিলোমিটার মানববন্ধনে কমিটির আহবায়ক আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদস্য সচিব আরিফুর রহমান মিলন, ইউপি সদস্য আব্দুল ওয়াহেদ, শিক্ষক আব্দুল জলিল, এলাকাবাসী আলহাজ্ব আব্দুল জলিল, আতিকুর রহমান মনি, মৎস্যজীবি আব্দুল খালেক, লাবু প্রমূখ।

ট্যাগ: bdnewshour24 নীলফামারী