banglanewspaper

নতুন মাইলফলক ছুঁয়েছেন বাংলাদেশ দলের মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে পাঁচ হাজার রানের ক্লাবে পৌঁছে গেছেন ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

বাংলাদেশের জার্সিতে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়েন মুশফিক। আফগানদের বিপক্ষে মাঠে নামার আগে এই মাইলফলক ছুঁতে তার দরকার ছিল ৭ রান। এর আগে ওপেনার তামিম ইকবাল ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ছুঁয়েছিলেন পাঁচ হাজার রানের মাইলফলক।

ওয়ানডেতে ১৯০তম ম্যাচে মাঠে নেমে এই মাইলফলক ছুঁয়েছেন মুশফিক। এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৪ রানের ইনিংস খেলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। সেটিই মুশফিকের ক্যারিয়ার সেরা ইনিংস।

ট্যাগ: bdnewshour24 মুশফিক