banglanewspaper

ফরহাদ খান, নড়াইল : নড়াইলের তুলারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুন্সী আব্দুস সালাম বিশ্বাস (৯৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২৩ সেপ্টেম্বর) বার্ধক্যজনিত কারণে রাত ৮টার দিকে নড়াইলের চাঁচড়ায় নিজবাড়িতে মৃত্যুবরণ করেন।

আব্দুস সালাম বিশ্বাস ১৯ বছর যাবত তুলারামপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ছিলেন। তিনি ছয় ছেলে ও তিন মেয়েসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন।   

আব্দুস সালামের ছেলে স্বেচ্ছাসেবক লীগের নড়াইল জেলা শাখার সহ-সভাপতি আলী হায়দার লিটু জানান, আজ সোমবার জোহর নামাজ বাদ চাঁচড়া ঈদগাহ ময়দানে তার বাবার জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন হবে।

বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুস সালাম বিশ্বাসের মৃত্যুতে দলীয় নেতাকর্মীরা শোক ও সমবেদনা জানিয়েছেন।

ট্যাগ: bdnewshour24