banglanewspaper

আব্দুম মুনিব, কুষ্টিয়া : গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থা, কুষ্টিয়ার উদ্যোগে পবিত্র ১০ই মহররম-১৪৪০ আশুরা উপলক্ষে আলোচনাসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার বিকেল ৫ টায় স্থানীয় থানাপাড়াস্থ কার্যালয়ে আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংস্থার সভাপতি মোঃ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী বিশ^বিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. গোলাম মহিউদ্দিন।

আলোচনায় অংশ নেন ইমাম গাজ্জালী (র:) ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আব্দুল আউয়াল, কুমারখালী সরকারি কলেজের ইসলামী শিক্ষা বিভাগের অধ্যাপক আব্দুল বারী পাটোয়ারী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কামরুল ইসলাম চৌধুরী, প্রচার সম্পাদক তায়েফ হাসান খান অন্তর। পবিত্র কুরআন তেলাওয়াত করেন মোঃ তাওহিদুল ইসলাম, গজল পরিবেশন করেন মোঃ আবু বকর সিদ্দিক। বক্তাগণ বলেন যে, আশুরা ছিল সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী ঐতিহাসিক ঘটনাবলী।

যুগে যুগে নবী ও রাসূলসহ বিভিন্ন কেরামতি ঘটনা ঘটে এই দিনে। সর্বশেষ হযরত ইমাম হুসাইন (রা:) কারবালার প্রান্তরে তার নিজের জীবন দিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করে গেছেন। এই সব ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে সামনের দিকে পথ হাটতে হবে।

ট্যাগ: bdnewshour24 কুষ্টিয়া