banglanewspaper

ফরহাদ খান, নড়াইল : আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরে নড়াইলের নড়াগাতি থানার বিভিন্ন এলাকায় পথসভা করেছেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক কাজী সরোয়ার হোসেন।

গতকাল সোমবার (২৪ সেপ্টেম্বর) দিনব্যাপী নড়াগাতি থানার কলাবাড়িয়া, বাঐসোনা, পহরডাঙ্গা, জয়নগর, খাশিয়াল ও মাউলি ইউনিয়নের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে পথসভা করেন। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এছাড়া বিভিন্ন পেশার মানুুষের সঙ্গে গণসংযোগ করেন তিনি। 

নড়াইল-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কাজী সরোয়ার হোসেন ছাড়াও পথসভায় বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি মোল্যা ইমদাদুল হক, শাহিদুল ইসলাম শাহী, সদস্য ওয়াহিদুজ্জাম হীরা, শেখ সৈয়দ, নড়াগাতি থানা আ’লীগের সভাপতি মফিজুল হকসহ দলীয় নেতারা। এ সময় পুরুলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আমিরুল ইসলাম মনিসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। আজও বিভিন্ন এলাকায় গণসংযোগ করবেন। 

এর আগে গত ১৫ সেপ্টেম্বর থেকে এক সপ্তাহ যাবত নড়াইল-১ আসনের কালিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন যুবলীগ নেতা কাজী সরোয়ার হোসেন। নড়াইলের পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গা গ্রামের সন্তান সরোয়ার হোসেন বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরে পোস্টার করেছি। বিভিন্ন এলাকায় এসব পোস্টার দেয়া হয়েছে। ভোটারসহ এলাকাবাসীর ভালো সাড়া পাচ্ছি। এছাড়া  নড়াগাতি, কালিয়া, শেখহাটিসহ বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে জাতীয় শোক দিবস এবং দলীয় কর্মসূচীগুলো পালন করে আসছি। 

নেতাকর্মী ও সমর্থকসহ বিভিন্ন পেশার মানুষ জানান, কাজী সরোয়ার হোসেন ইতোমধ্যে নড়াইল-১ আসনের বিভিন্ন এলাকার মাদরাসা, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতা করেছেন। পরোপকারী হিসেবে এলাকায় ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। আ’লীগের প্রার্থী হিসেবে নড়াইল-১ আসনে কাজী সরোয়ার হোসেনকে দলীয় মনোনয়ন দেয়ার আহবান জানান তারা।

ট্যাগ: bdnewshour24 নড়াইল